ABOUT US

আমরা হলাম সমাজ সেবামূলক কর্যকারী সংগঠন।আমাদের প্রতিষ্ঠানটির নাম S.S.MEMORIAL EDUCATION AND HEALTH FOUNDATION (SSMC-E & H). এই প্রতষ্ঠানের লক্ষ্য হল দুটি বিষয়ের উপর- ১) শিক্ষা  2) স্বাস্থ্য।

শিক্ষা:- উন্নত ধরনের শিক্ষা ব্যবস্হা গঠন করা সকল বিষয়ে যা জাতি ,ধর্ম,বর্ণ নির্বিশেষে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পরিসেবা পৌঁছে দেওয়া কনো প্রকার মুনাফা ছাড়া।
শিক্ষা বিষয় গুলি হল- কম্পিউটার ট্রেনিং সেন্টার গঠন ও ট্রেনিং দেওয়া, মোবাইল ট্রেনিং সেন্টার তৈরি করা,ডিজিটাল স্কুল স্হাপন করা, প্লে-স্কুল স্হাপন করা,ডিজিটাল লাইব্রেরি প্রতষ্ঠা করা,বিভিন্ন ধরনের ভোকেশানাল ট্রেনিং এর ব্যবস্হা করা ,নিরক্ষতা দূরিকরণ,বিভিন্ন ধরনের শিক্ষামূলক সেমিনার করা ,কর্মস্হল তৈরি করা,অনাথ আশ্রম স্হাপন করা এবং কম্পিউটার গবেষণাগার প্রতিষ্টা করা।

স্বাস্থ্য:- উন্নত ধরনের স্বাস্থ্য ব্যবস্হা গঠন করা সকল বিষয়ে যা জাতি ,ধর্ম,বর্ণ নির্বিশেষে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পরিসেবা পৌঁছে দেওয়া কনো প্রকার মুনাফা ছাড়া।
স্বাস্থ্য বিষয় গুলি হল-হোমিওপ্যাথি ও আয়ুরবেদ চিকিৎসা কেন্দ্র গঠন করা , স্বাস্থ্য শিবির করা ,শরীর চর্চা করার জন্য জীমের ব্যবস্হা করা,প্লে গ্রাউণ্ড তৈরি করা,যোগাশনের ব্যবস্হা করা,স্বাস্থ্যমূলক ভ্রমনের আয়োজন করা এবং হোমিওপ্যাথি হসপিটাল স্হাপন করা।
উপরিউক্ত কর্মসূচি পরিপূর্ণ করার জন্য আমরা দৃঢ় প্রতজ্ঞাবদ্ধ।

No comments:

Post a Comment